পোরশায় বাজার মনিটরিংয়ে ৮হাজার টাকা জরিমানা
নওগাঁর পোরশায় বাজার মনিটরিংয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ, সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রেখেছে বাণিজ্য মন্ত্রণালয়।
এরই ধরাবাহিকতায় বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা সদর নিতপুরে ওষুধের দোকান, মুদিখানার দোকান, কসমেটিকের দোকান, হোটেল, কাঁচা বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এসময় পণ্য কেনার রশিদ সংরক্ষণ না করা, অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য বিক্রি, মূল্য তালিকায় তারিখ না দেখানো ও মেয়াদউত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হোসেন নওগাঁর নেতৃত্বে উচ্চপর্যায়ের মনিটরিং কার্যক্রম ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আবু বাক্কার সিদ্দিক, পোরশা থানার এএসআই আহসান হাবীব।
মোবাবইল কোর্টে নিতপুর সদরের মামুন কসমেটিকের ৪হাজার টাকা, মিজানুর কসমেটিকের ২হাজার টাকা, ফাইভ স্টার হোটেলের ১হাজার টাকা ও শামীম মেডিকেল স্টোরের ১হাজার টাকা জরিমানা করা হয়েছে ।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি