শিবগঞ্জে বিহার ইউপি নির্বাচনে নৌকা মার্কা পক্ষে মোলামগাড়ী পথ সভা
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিহার ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে মোলামগাড়ী বন্দরে এক পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার আওয়ামী লীগ দলীয় প্রার্থী মহিদুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, উপজেলা আওয়ামী লীগ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল আলম মাস্টার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম, বিহার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোনায়েম হোসেন ইকবাল, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম ঠান্ডা, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নাজমুল হক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনিত প্রার্থী মহিদুল ইসলাম কে আগামী ১১ নভেম্বর বিপুল ভোটে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
বক্তরা আলো বলেন জননেত্রী শেখ হাসিনার মনোনিত প্রার্থীকে ভোট দিলেই বিহার ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। নৌকা মার্কা বঙ্গবন্ধুর মার্কা, তথা শেখ হাসিনার মার্কা, উন্নয়নের মার্কা তাই নৌকা মার্কায় ভোট দিয়ে মহিদুল ইসলাম কে নির্বাচিত করলে বিহার ইউনিয়নের উন্নয়ন অব্যাহত থাকবে। তাই দল মত নির্বিশেষে সকল দ্বিধা দ্বন্দ্ব ভূলে নৌকা মার্কার প্রার্থীকে জয়যুক্ত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি