শাজাহানপুরের মাঝিড়ায় নৌকা মার্কার নির্বাচনী বর্ধিতসভা
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী নুরুজ্জামানের পক্ষে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বিশেষ নির্বাচনী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় মাঝিড়া মলেড উচ্চ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নেছার উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু,যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি হিরো,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সদস্য সোহরাব হোসেন ছান্নু,সদস্য আলমগীর হোসেন স্বপন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম, আব্দুল খালেক মাস্টার, ফরিদুল ইসলাম মুক্তা, নাছির উদ্দীন বাবলু, ফজলুল হক মোল্লা, ইমরান হোসেন, জহুরুল ইসলাম খোকন, জিয়াউল হক জুয়েল, মনির হোসেন ময়না, আফজাল হোসেন বাচ্চু,বাদশা আলমগীর,আসাদুজ্জামান লিটন,তারেক হোসেন সুমন, রাশেকুজ্জামান রাজন,আরিফুল ইসলাম শাওন, আবুল কালাম আজাদ ঠান্ডা, নুরুন্নবী তারেক, ইমাম হোসেন, সাজু আহম্মেদ সহ ৯টি ওয়ার্ডের সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দ।
সভায় অতিথিরা বলেন, গতবারের চেয়ারম্যান প্রার্থী নাছির উদ্দিন বাবলু স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে নুরুজ্জামানকে সমর্থন দিয়েছেন। তাই নৌকার প্রার্থীকে বিজয়ী করতে সকলে মিলে কাজ করতে হবে।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি