সান্তাহারে ৫০ পিস অ্যাম্পুলসহ গ্রেফতার ১
বগুড়ার সান্তাহারে জামাল সরদার (৫০) নামের এক মাদক কারবারিকে ৫০ পিস নেশার অ্যাম্পুলসহ গ্রেফতার করেছে সান্তাহার ফাঁড়ি পুলিশ। গ্রেফতারকৃত জামাল সান্তাহার পৌর শহরের সাঁতাহার মহল্লার মৃত আফজাল সরদারের ছেলে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় সান্তাহার পৌর শহরের সাঁতাহার ঝংকার ক্লাব এলাকা থেকে উল্লেখিত পরিমান অ্যাম্পুলসহ তাকে গ্রেফতার করা হয়।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার জামাল সরদার মাদক বিক্রির উদ্দেশ্যে সাঁতাহার মহল্লায় ঝংকার ক্লাব সংলগ্ন পাকা রাস্তার ওপর ঘোরাফেরা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তার দেহ তল্লাশীকালে কোমড়ে লুঙ্গির ভাজে ৫০ পিস অ্যাম্পুল ইঞ্জেকশান পাওয়া যায়। গ্রেফতারের পর দুপুরেই থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।

অনলাইন ডেস্ক