হাকিমপুরে আ.লীগের ২ বিদ্রোহীকে দল থেকে অব্যাহতি
দলীয় শৃংখলা ভঙ্গ করে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রার্থীর বিপক্ষে নির্বাচনে অংশগ্রহণ করার অভিযোগে দিনাজপুরের হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত হোসেন এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি কাওছার রহমানকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শুক্রবার রাত ১১ টায় বিষয়টি নিশ্চিত করেন, হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন।
তিনি জানান, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, জননেত্রী শেখ হাসিনা কর্তৃক প্রেরিত নৌকা প্রতিকের বিরুদ্ধাচারণ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ করায় সুস্পষ্ট ভাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ ও স্থানীয় নেতা বৃন্দকে উপেক্ষা করে গঠনতন্ত্র পরিপন্থী করায় বাংলাদেশ আওয়ামী লীগ শাখার হাকিমপুর উপজেলা শাখার যৌথ সভার সিদ্ধান্ত মোতাবেক হাকিমপুর উপজেলা আ,মী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক পদ থেকে শাহাদত হোসেন এবং উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাওছার রহমানকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি