শেরপুরে নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
বগুড়ার শেরপুরে অভিজাত বিপণী বিতান শেরশাহ্ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে এসএম আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক সম্পাদক পদে মুঞ্জুরুল আলম মঞ্জু নির্বাচিত হয়েছেন।
শুক্রবার সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত শহরের স্থানীয় বাসস্ট্যান্ডস্থ শেরশাহ্ নিউ মার্কেটে অবস্থিত সমিতির কার্যালয়ে এই নির্বাচনের ভোটগ্রহণ চলে। এরপর ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এড. ইলিয়াস উদ্দিন মিন্টু।
ঘোষিত ফলাফল অনুযায়ী অন্যান্য পদে বিজয়ী হয়েছেন- সহসভাপতি পদে আমীর হোসেন বাবু, আব্দুল লতিফ, সহ-সাধারণ সম্পাদক পদে আবু সাঈদ, কামরুল হাসান রিপন, সাংগঠনিক সম্পাদক পদে গোলাম রব্বানী, কোষাধ্যক্ষ পদে আবু হেনা মোস্তফা কামাল লিটন, দপ্তর সম্পাদক সাজ্জাদুর রহমান, প্রচার সম্পাদক আব্দুর রউফ, ক্রীড়া সম্পাদক পদে আবু রায়হান, ধর্মীয় সম্পাদক পদে কুতুব উদ্দিন। এছাড়া জয়ী কার্যনিবাহী সদস্যরা- আব্দুল আল মামুন, জাফর ইকবাল, জাকির হোসেন, সুমন মিয়া ও সেলিম রেজা।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি