বগুড়া অনুশীলন’৯৫ সাংস্কৃতিক গোষ্ঠির ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
নানা আয়োজনের মধ্যে দিয়ে বগুড়া অনুশীলন’৯৫ সাংস্কৃতিক গোষ্ঠির ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হলো।
শুক্রবার রাতে বগুড়া শহরের জলেশ^রীতলাস্থ একটি রেস্টুরেন্টে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী (বিপিএম সেবা)।
এতে বিশেষ অতিথি ছিলেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, বগুড়া ইয়ূথ কয়্যার সভাপতি আতিকুর রহমান মিঠু, বগুড়া আনন্দকণ্ঠ এর সভাপতি এবিএম জিয়াউল হক বাবলা ও পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর টিপু সুলতান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া অনুশীলন’৯৫ সাংস্কৃতিক গোষ্ঠির সভাপতি প্রকৌশলী মনোয়ারুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক লিপি প্রধান।
আলোচনা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয় এবং সংগঠনের শিল্পিদের পরিবেশনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ষ্টাফ রিপোর্টার