হিলির ফুটবল মাঠে প্রথম নারী রেফারি
দিনাজপুরের হিলিতে প্রথম বারের মতো এক নারী রেফারি দ্বারা ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। ব্যতিক্রম এই খেলা দেখতে মাঠে জনতার ঢল। তবে মাঠ সংকীর্ণ হওয়াতে বিপাকে পড়তে হয় খেলোয়াড় সহ দর্শকদের।
নারী রেফারি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার গোপলপুর গ্রামের মাহাফুজার রহমান সাবুর মেয়ে মাহফুজা রাহাত (৮)। ২০২০ সালে মাগুরা জেলার ক্রীড়া সংস্থার আয়োজনে ৬ মাস তিনি প্রশিক্ষণ প্রাপ্ত হন
শুক্রবার বিকেলে হিলির ৩ নং আলীহাট ইউনিয়নের বেগুনবাড়ি ঈদগা মাঠে ঐ নারী রেফারি রাহাত ফুটবল টুর্নামেন্ট খেলাটি পরিচালনা করেন।
খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাকিমপুর (হিলি) উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, হাকিমপুর পৌর মেয়র, আলীহাট ইউনিয়নের আ,মীলীগের সাধারণ সম্পাদক সুফিয়ান সহ খেলা দেখতে আসা কয়েক হাজার দর্শক।
বেগুনবাড়ি ঈদগা মাঠে দেখা যায়, এই প্রথম হিলিতে নারী রেফারির নেতৃত্বে ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হচ্ছে। তাই এই খেলাটি দেখতে স্থানীয় সহ দুর-দুরান্ত থেকে ছুটে আসছে কয়েক হাজার খেলা পিয়াসু মানুষ। খেলাটিতে অংশগ্রহণ করেন আলীহাট বনাম ডুগডুগি।
উত্তরবঙ্গে এই প্রথম নারী রেফারি দিয়ে ফুটবল খেলা হয়েছে।
বেগুনবাড়ি মাঠটি শুধু ফুটবল খেলার মাঠ নই, এটি একটি ঈদগা মাটও। প্রতি বছর দুই পবিত্র ঈদে মুসলমানরা ঈদের নামাজ এই মাঠে পড়ে থাকেন। মাত্র ২ একর জমির উপর এই মাঠটি নির্মাণ হয়েছে। স্থানীয় সহ মাঠের সভাপতি ও মাঠের সাধারণ সম্পাদকের সরকারের নিকট দাবি মাঠটি আরও বড় করে দেওয়া। মাঠের পশ্চিম পার্শ্বে রয়েছে সরকারি জায়গা, যেখানে রয়েছে সরকারি গাছ লাগানো। গাছগুলো কাটলে মাঠি আরও বড় হবে এবং ঈদগা মাঠ আলাদা হবে, পাশাপাশি খেলোয়াড়রা একটি ফুটবল খেলার মাঠ পাবে।
মাঠের সভাপতি মোজাহার মন্ডল বলেন, বহু বছর যাবৎ এই মাঠে ফুটবল ও ক্রিকেট খেলা হয়ে থাকে। পাশাপাশি বছরে দুই ঈদে একই মাঠে ঈদের নামাজ আদায় হয়ে থাকে। মাঠের পশ্চিমের সরকারি জায়গাটি যদি এই মাঠে দেয় তাহলে আমরা এলাকাবাসী অনেক উপকৃত হবো।
এবিষয়ে হাকিমপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন বলেন, মাঠটি ছোট, খেলাসহ ঈদ নামাজ আদায় করতে অসুবিধা হয়। স্থানীয়দের দাবি, পশ্চিম পাশের সরকারি জায়গাটি মাঠের সাথে দিতে হব। আমি এবিষয়ে উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী অফিসারের নিকট বসে জায়গাটি দেওয়ার ব্যবস্থা করবো।

মোসলেম উদ্দিন, হিলি দিনাজপুর প্রতিনিধি