বিরামপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত
“মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
শনিবার দুপুর সাড়ে ১২ টায় বিরামপুর থানা পুলিশের আয়োজনে থানা চত্তরে পুলিশ পরিদর্শক (তদন্ত) মতিয়ার রহমানের সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এ, কে, এম ওহিদুন্নবী।
থানার উপ-পরিদর্শক (এসআই) এরশাদ মিঞার সঞ্চালনায়, আলোচনা সভায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, পৌর মেয়র অধ্যাপক আককাস আলী, ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, প্যানেল মেয়র আবুল আজাদ বকুল, কাউন্সিলর মিলন, প্রেসক্লাব সভাপতি ডক্টর নুরুল ইসলাম, সাধারন সম্পাদক প্রভাষক মশিহুর রহমান, সিনিয়র সাংবাদিক আকরাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান ওর্য়াল্ড ভিষন বাংলাদেশ বিরামপুর এপি ম্যানেজার নরেশ মারান্ডি প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বর্তমান পরিস্থিতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে আলোচনা করেন।
এসময় বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দ, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, গণ্যমান্য ব্যাক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, শিক্ষক, ইমাম ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি