শাজাহানপুরে থানা পুলিশের সম্প্রীতি সমাবেশ
বগুড়ার শাজাহানপুরে থানা পুলিশের আয়োজনে সব ধর্ম ও শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে ১০টি বিটে একযোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে আড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ৪ নং বিটের সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নান্নু খান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম তালেব,আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর রহমান আরজু,আড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম,রাণীহাট কলেজ অধ্যক্ষ আবু জাফর,উপজেলা কমিউনিটি পুলিশং সদস্য সচিব সাংবাদিক সাজেদুর রহমান সবুজ।আড়িয়া ইউনিয়ন বিট অফিসার এস আই আরিফ হোসেনের তত্বাবধানে আরও উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান তছলিম উদ্দিন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন,আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোনায়েম,উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি সুকুমার রায়,ইউপি সদস্য মাসুদ রানা,সাইফুল ইসলাম,তাজুল ইসলাম,মুরাদ,আব্দুল মান্নান সহ সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতা, শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি