বগুড়া ওয়াইএমসিএ’র সাবেক অর্থ সম্পাদক শিমশোন সরকারের মৃত্যুতে শোক
বগুড়া ওয়াইএমসিএ এর সাবেক অর্থ সম্পাদক শিমশোন সরকার শনিবার সকাল ৬টায় টিএমএসএস রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন। পরলোকগমনকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সততা ও নিষ্ঠার সাথে বগুড়া ওয়াইএমসিএ-তে দায়িত্ব পালন করেছেন। স্বর্গীয় শিমশোন সরকারের মানুষের সেবার প্রতি ছিল প্রচণ্ড রকমের ঝোঁক। তিনি অবসর গ্রহণের পর জয়পুরহাট জেলায় নিজ বাড়িতে বসবাস করতেন।
তাঁর মৃত্যুতে শোক বিবৃতি দিয়েছেন বগুড়া ওয়াইএমসিএ পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাড. বার্নাড তমাল মন্ডল, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী, উপদেষ্টা মিঃ দিলীপ মারান্ডি, সহকারী সাধারণ সম্পাদক হিউবার্ড রিমন মারান্ডি, মনিটরিং ও ইভেল্যুয়েশন কর্মকর্তা কাজী নাজনীন জাহান, শামীম আকতার, বগুড়া ওয়াইএমসিএ পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ ভিভিয়ান রিওন মারান্ডি, উপাধ্যক্ষ আইএনএম মাহবুবুল ইসলাম, বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মাইকেল আশের বেসরা, সহকারী প্রধান শিক্ষক পারভিন আকতার, হিসাবরক্ষণ কর্মকর্তা টোনাম সরকার, প্রশাসনিক কর্মকর্তা সফিউল আলম নিটু সহ সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। তাঁর মৃত্যুতে খ্রিস্টান ধর্মাবলম্বীরা একজন সৎ, ত্যাগী ও মানবিক গুণাবলী সম্পন্ন মানুষকে হারালো।

অনলাইন ডেস্ক