বগুড়ায় কৃষক লীগের আলোচনা সভা
প্রধানমন্ত্রী কৃষকরত্ন শেখ হাসিনা ঘোঘিত ৩০ অক্টোবর কৃষক বাঁচাও-দেশ বাঁচাও দিবস উপলক্ষে বগুড়ায় আলোচনা সভা করা হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের টেম্পল রোড দলীয় কার্যালয়ে জেলা কৃষক লীগের উদ্যোগে এ আয়োজন করা হয়।
এতে সভাপতির বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি মো. আলমগীর বাদশা। এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকের এ দিনটিকে কৃষক বাঁচাও-দেশ বাঁচাও দিবস হিসেবে ঘোষনা দিয়েছেন। ১৯৯৫ সালে ন্যায্যমূল্যে সারের দাবীতে আন্দোলনরত ১৮ জন কৃষককে বিএনপি-জামাত জোট সরকার গুলি করে হত্যা করে। তারা কৃষকের দাবী মেনে নেয়া তো দূরের কথা স্বৈরাচারী কায়দায় কৃষকের ওপর স্টিম রোলার চালায় ।
অথচ শেখ হাসিনা সরকার উত্তর বঙ্গের মঙ্গা নিরসন সহ কৃষকের জন্য সার, কীটনাশক,হ্রাসকৃত মূল্যে, ভর্তুকী প্রদান, সেচ, পানি ও বিদ্যুৎ সহজলভ্য করেন। এমনকি করোনাকালে পাঁচ হাজার করে টাকা কৃষকের মোবাইলে প্রণোদনা হিসেবে প্রেরণ করে আপদকালীন সুরক্ষা করেন যা সারাবিশ্বে বিরল দৃষ্টান্ত সৃষ্টি করেছে।
জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল হক মঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাকছুদুল হাসান রুহেল, আবু বক্কর সিদ্দিক রাজা, অধ্যাপক শ্যামল পাইকার, যুগ্ম সাধারণ সম্পাদক বাদল রহমান, শাহিন কাদির জোয়ারদার, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান তুষার, আরিফুল ইসলাম সুমন, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম সাগর, বকুল আহম্মেদ, মিজানুর রহমান মিজান, বকুল মিয়া, আব্দুল হাই, বজলার রহমান বকুল, টুটুল, ইসমাইল হোসেন, পৌর কৃষক লীগর আহবায়ক মাসুদ রানা সরকার, যুগ্ম আহবায়ক হযরত আলীসহ প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি