নন্দীগ্রামে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
বগুড়ার নন্দীগ্রামে বিট পুলিশিং সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বগুড়া জেলা পুলিশের আয়োজনে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ ওসি আবুল কালাম আজাদের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো: আনিছুর রহমান,সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মেয়র শ্রী সুশান্ত কুমার শান্ত, কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক মো: আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা মো: মোসলেম উদ্দিন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক তীর্থ সুনিল রুদ্র, নন্দীগ্রাম কলেজ জামে মসজিদের ইমাম আব্দুল মোমিন, দামগাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সিদ্দিকুর রহমান, ওমরপুর আশরাফুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মোশাররফ হোসেন, নুনদহ ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যাপক আলহাজ¦ মো: ইদ্রিস আলী, বনিক সমিতির সভাপতি মো: আ: করিম ,নন্দীগ্রাম ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি মো: আলহাজ¦ ইউনুছ আলী প্রমুখ।

নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি: