বগুড়া চেলোপাড়ায় উৎসবমুখর পরিবেশে সম্প্র্রীতি সমাবেশ অনুষ্ঠিত
‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ স্লোগানে বগুড়া জেলা পুলিশের আয়োজনে এবং সদর থানার নারুলী পুলিশ ফাঁড়ির ৫ নং বিটের ব্যবস্থাপনায় শনিবার দুপুরে চেলোপাড়া মধুবন সিনেপ্লেক্স প্রাঙ্গণে ৩ শতাধিক মানুষের অংশগ্রহণে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আনোয়ার হোসেনের সভাপতিত্বে পবিত্র কোরআন ও গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রদীপ কুমার রায়। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সম্প্রীতির এই বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা জন্ম থেকেই হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মের মানুষেরা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলেছি কারণ এই দেশটা আমাদের সকলের। তিনি বগুড়া জেলা পুলিশকে সকল ধর্মের মানুষকে নিয়ে সম্প্রীতি সমাবেশ আয়োজনের ইতিবাচক সিদ্ধান্তকে অত্যন্ত সাধুবাদ জানান। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বগুড়া জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক বিধান সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার প্যানেল মেয়র-১ এবং ৬ নং ওয়ার্ড কাউন্সিলর শ্রী পরিমল চন্দ্র দাস, ২০নং ওয়ার্ড কাউন্সিলর মো: রোস্তম আলী, বগুড়া সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, কমিউনিটি পুলিশিং ৬নং ওয়ার্ডের সভাপতি নজরুল ইসলাম রঞ্জু, মধুবন সিনেপেক্স বগুড়ার সত্ত্বাধিকারী সমাজসেবক আর.এম ইউনুস রুবেল, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল কাফী তারা, সমাজসেবক বেলাল হোসেন নান্নু, কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আল মামুন সরদার, উত্তরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াছিন আলী, জাতীয় ক্রীড়াবিদ গোপাল তেওয়ারী, বগুড়া পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল প্রসাদ রাজ, চেলোপাড়া মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক রতন সিংহ, নব-বৃন্দাবন মন্দির কমিটির সাধারণ সম্পাদক সমর দাস, গণমাধ্যমকর্মী ও যুব সংগঠক সঞ্জু রায়, মাওলানা মজিবর রহমান, মাওলানা শামসুল হক, এ্যাড. স্বপন কুমার সাহা, যুবলীগ নেতা আতিকুল হক, আব্দুল্লাহ আল বাছির বাপ্পি প্রমুখ। সমাবেশে উপস্থিত সকলে এই সোনার বাংলায় ঐক্যবদ্ধভাবে সর্বদা সম্প্রীতি বজায় রাখতে কাজ করবে মর্মে প্রতিশ্রুতিবদ্ধ হন। একই সাথে যেকোন জরুরী পরিস্থিতিতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্যে জেলা পুলিশের পক্ষে আহ্বান জানানো হয় সমাবেশে।

ষ্টাফ রিপোর্টার