বগুড়ায় বর্নাঢ্য আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ স্লোগানে বগুড়ায় জেলা পুলিশের আয়োজনে শনিবার দুপুরে শহরের শহীদ খোকন পার্কে সকল ধর্মের মানুষের স্বতস্ফূর্ত অংশগ্রহণে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম-সেবা’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: জিয়াউল হক। কমিউনিটি পুলিশিং বগুড়া জেলা শাখার সদস্য সচিব অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ডা: মকবুল হোসেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান মিলন, কমিউনিটি পুলিশিং বগুড়া জেলা শাখার আহব্বায়ক মোজাম্মেল হক লালু, কারবালা মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা কাজী ফজলুল করিম।
সভায় বক্তারা বলেন, স্বাধীনতাবিরোধী অপশক্তি সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে সম্প্রীতির এই বাংলাদেশ কে অস্থিতিশীল করার এক নোংরা খেলায় মেতে উঠার প্রয়াস করেছিল কিন্তু এই বাংলার শান্তিপ্রিয় মানুষ তা শক্তহাতে রুখে দিয়েছে। বক্তারা আরো বলেন, বাংলাদেশ যখন উন্নয়ন-অগ্রগতিতে অন্যদেশকে পেছনে রেখে এগিয়ে যাচ্ছে, তখন একটি গোষ্ঠীর গাত্রদাহ শুরু হয়েছে। সে কারণেই বর্তমান সময়ে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চালাচ্ছে। মনে রাখতে হবে এই দেশে সকলের সম-অধিকার নিয়ে বাঁচার অধিকার রয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে সে বিষয়টি নিশ্চিত করে গেছেন। সম্প্রীতি সমাবেশের মাধ্যমে সকল ধর্মের মানুষের যে মিলনমেলা বগুড়া জেলা পুলিশ আয়োজন করেছেন বক্তারা তার ভূয়সী প্রশংসা করেন। সমাবেশের শুরুতে পবিত্র কোরআন, পবিত্র গীতা, পবিত্র বাইবেল এবং পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার যথাক্রমে আলী হায়দার চৌধুরী (প্রশাসন), আব্দুর রশিদ (অপরাধ), মোতাহার হোসেন (ডিএসবি), সিনিয়র সহকারী পুলিশ সুপার তানভীর হাসান, বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজাসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও সমাবেশে প্রায় ৫ হাজার মানুষ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এ প্রসঙ্গে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী বলেন, জেলা পুলিশ সুপারের নেতৃত্বে শুধু সদরে নয় একই দিন জেলার ১২টি থানা ও ১৪১টি বিটে উক্ত সম্প্রীতি সমাবেশে প্রায় ৫০ হাজার মানুষ এলাকাভিত্তিক আয়োজনে অংশগ্রহণ করেছেন।
অসাম্প্রদায়িক এই বাংলাদেশে সর্বদা সম্প্রীতি বজায় রাখতে বগুড়ায় জেলা পুলিশ পরিবারের সকল সদস্য সর্বদা সম্মুখসারিতে থেকে কাজ করে যাবে মর্মে জানান এই কর্মকর্তা।

ষ্টাফ রিপোর্টার