শাজাহানপুরে দুবলাগাড়ী ডিগ্রি কলেজে 'শেখ রাসেল দেয়ালিকা'র উদ্বোধন
বগুড়ার শাজাহানপুরে দুবলাগাড়ী ডিগ্রি কলেজ 'শেখ রাসেল দেয়ালিকা'র উদ্বোধন করা হয়েছে।
রবিবার বেলা ১২ টায় কলেজ চত্বরে প্রধান অতিথি হিসেবে দেয়ালিকার উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব ভিপি এম সুলতান আহম্মেদ।
প্রধান অতিথি বক্তব্য দেয়ালিকার ভূয়সী প্রশংসা করে বলেন, 'অনেক স্বপ্ন নিয়ে জাতির পিতা তার কনিষ্ঠ পুত্রের নাম রাসেল রেখেছিলেন। পিতার মতোই দরদি ও মানবিক গুণে গুণান্বিত ছিল শেখ রাসেল। সদ্য স্বাধীন বাংলাদেশের মতোই অপার সম্ভাবনা নিয়ে বড় হয়ে উঠছিল শিশু রাসেল। ঘাতকের নির্মম আঘাত তাকে কেড়ে না নিলে হয়তো একজন আদর্শ নেতা পেতো এ জাতি।'
এ সময় কলেজের অধ্যক্ষ রাসেদ মোহাম্মদ সাজ্জাদুর রহমান,শিক্ষক প্রতিনিধি প্রভাষক শাহিদা নাসরিন,প্রভাষক আবু হেনা মোস্তফা কামাল, প্রভাষক মশিউর রহমান, প্রভাষক খোরশেদ আলম, প্রভাষক শহিদুর রহমান, প্রভাষক মামুনুর রহমান, যুবলীগের সদস্য আপেল মাহমুদ সহ শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি