পঞ্চগড়ের তেতুঁলিয়ায় সংরক্ষিত নারী সদস্য পদে মা-মেয়ের ভোটযুদ্ধ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নে একই পদে ভোটের মাঠে ভোটযুদ্ধে নেমেছেন মা ও মেয়ে। ওই ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে হেলিকপ্টার প্রতীকে নির্বাচন করছেন গত দুই নির্বাচনের একই পদে বিজয়ী জীবন নাহার। পারিবারিক দ্বন্দের কারনে এবার মায়ের বিপরীতে প্রার্থী হয়েছেন তারই মেয়ে বুলবুুলি আকতার। তিনি বক প্রতীক নিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। এ নিয়ে ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, জীবন নাহারের স্বামী ইসমাইল হক দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। তার মৃত্যুর পর স্ত্রী জীবন নাহার এলাকাবাসীর অনুরোধে সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে গত দুইবারের ইউপি নির্বাচনে অংশগ্রহন করে বিজয়ী হন। বর্তমানেও সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে রয়েছেন। কিন্তু এবার মা ও মেয়ের দ্বন্দ্বের কারণে মেয়ে বুলবুলিও নির্বাচনে অংশ নিয়ে তার মায়ের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জীবন নাহারের ছেলে বাহাদুর জানান, আসলে আমাদের পরিবারটি তেতুঁলিয়া সদর ইউনিয়নে বেশ জনপ্রিয়। বাবা ইসমাইল হক দীর্ঘদিন ভাইস চেয়ারম্যান থাকার কারনে এলাকার ভোটাররা আমাদের সম্মান করেন এবং ভালবাসেন। প্রতিবার ইউপি নির্বাচনে আমাদের পরিবারের একজন সদস্য পরিষদে নির্বাচিত হয়ে আসছে। আমি মনে করি ভোটে অংশগ্রহণ করলে জনপ্রিয়তার প্রয়োজন। যা আমার মায়ের আছে। কিন্তু আমার বোন বুলবুলি বেগম মায়ের সাথে অভিমান করে নির্বাচনে অংশ নিয়েছে।
রিটার্নিং অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গির আলম জানান, একই পরিবারের কয়েকজন প্রার্থী হলেও ভোট নেওয়ার ক্ষেত্রে বিধিগতভাবে আমাদের কোন সমস্যা নেই।

পঞ্চগড় প্রতিনিধি