প্রকাশিত : ১ নভেম্বর, ২০২১ ২১:৩৪

আদমদীঘিতে বন্যপ্রাণীর কামড়ে আহত ৪

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
আদমদীঘিতে বন্যপ্রাণীর কামড়ে আহত ৪

বগুড়ার আদমদীঘির বড় আখিড়া গ্রামে শিয়ালের মতো দেখতে এক বন্যপ্রাণীল কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ ৪ জন আহত হয়েছে।

আহতরা হলেন, বড় আখিড়া গ্রামের ভোলা মিয়ার ছেলে  নয়ন হোসেন (১৫), সবুজের ছেলে অনিক রহমান (১৭), শহিদুলের স্ত্রী শাহানাজ পারভিন (২৩) ও তার শিশু পুত্র জিম হোসেন (৬)।

স্থানীয় সুত্রে জানা গেছে, গত (৩১ অক্টোবর রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় সময় আহতদের বাড়ির আশেপাশে ও গ্রামের ক্লাব ঘরের সামনে শিয়ালের মতো দেখতে একটি প্রাণী গ্রামে প্রবেশ করে ঘোড়াফেরা করছে। শিয়ালের  মতো প্রাণীটি দেখতে বাড়ী থেকে অনেকে বের হলে হঠাৎ করে ঐ প্রাণী মানুষের উপর  হামলা করে।

এসময় ঐ প্রাণীর অক্রমনে নারী, পুরুষ, শিশু সহ ৪ জন আহত হয়। তাদের চিৎকারের স্থানীয় এলাকার লোকজন এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাঁসপাতালে ভর্তি করায়। আদমদীঘি উপজেলা প্রাণী সম্পদ কর্মকতা কামরুন নাহার বলেন, এ বিষয়টি আমি শুনেছি শিয়ালের মতো দেখতে একটি প্রাণী তাদের হামলা করেছে। 

 

উপরে