প্রকাশিত : ২ নভেম্বর, ২০২১ ১৫:৫৭

সাপাহারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সভা ও সেমিনার অনুষ্ঠিত

সাপাহার(নওগাঁ)প্রতিনিধি
সাপাহারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সভা ও সেমিনার অনুষ্ঠিত

নওগাঁর সাপাহারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ উপলক্ষ্যে অবহিত করণ ও বাস্তবায়ন বিষয়ক সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে,উপজেলা পরিষদ হল রুমে এ আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত ওই আলোচনা সভায় প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অফিসার আশীষ কুমার দেবনাথ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী মোল্লা, সমাজসেবা অফিসার তৌফিকুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষন আইনের সহকারী পরিচালক শামীম হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির, সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য কর্মকর্তা সন্তোষ কুমার, প্রাথমিক শিক্ষা অফিসার তৃষিত কুমার, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কাওসার আলম মানিক,সমাজসেবক নুরুল হক মাস্টার, স্যানিটারী ইন্সপেক্টর শওকত আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা খাতুন, বাজার বণিক সমিতির সভাপতি মতিউর রহমান মতি, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মানিক, সহ সভাপতি সাংবাদিক হাফিজুল হক প্রমুখ । এসময়  উপজেলার  বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপরে