প্রকাশিত : ৩ নভেম্বর, ২০২১ ২৩:৪৯

কাহালুতে ৩টি সি.আই.জি গ্রুপের মাঝে উপকরণ বিতরণ

কাহালু (বগুড়া) প্রতিনিধি
কাহালুতে ৩টি সি.আই.জি  গ্রুপের মাঝে উপকরণ বিতরণ

বুধবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমের সামনে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ৩টি সি.আই. জি গ্রুপের মাঝে এনএটিপি-২ এর আওতায় এ আই এফ-২ এর উপকরণ বিতরণ করা হয়।

উক্ত উপকরণ বিতরণের উদ্বোধন করেন মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগীয় অফিসের উপ-পরিচালক মো. তোফাজ উদ্দীন আহম্মেদ।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা মৎস্য কর্সকর্তা সরকার আনোয়ারুল কবির আহম্মেদ, সিনিয়র কাহালু উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রাইহাতুন নাহার, সহকারি মৎস্য কর্মকর্তা মো.তৌহিদুল ইসলাম সহ উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারিগন ও সি আই জির সভাপতি ও সদস্যবৃন্দ।

উল্লেখ্য যে, ৩টি সি.আই, জি গ্রুপের মাঝে ১৩টি অ্যারেটর, ১২টি সাব-মার্সিবল পাম্প, ৪টি  সেচ পাম্প, ২টি এইচ সি পি পাম্প ও ১৭টি ডিজেল চালিত পাম্প বিতরণ করা হয়। 

 

উপরে