প্রকাশিত : ৪ নভেম্বর, ২০২১ ০০:২৯

শাজাহানপুর মানিকদিপা দ্বিমূখী উচ্চ বিদ‍্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
শাজাহানপুর মানিকদিপা দ্বিমূখী উচ্চ বিদ‍্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান
বগুড়ার শাজাহানপুরে মানিকদিপা দ্বিমূখী উচ্চ বিদ‍্যালয়ের ২০২১ বর্ষের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
 
বুধবার সকাল সাড়ে ১১টায় বিদ‍্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের আয়োজনে বিদ‍্যালয় মাঠে এ অনুষ্ঠান করা হয়।
 
বিদায়ী অনুষ্ঠানে পরীক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে শিক্ষা সামগ্রী তুলে দেন বিদ‍্যালয়ের  সভাপতি ও উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক এসএম বাকি বিল্লাহ।
 
এ সময়  প্রধান শিক্ষক আব্দুল আজিজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য গোলাম হোসেন, আফছার আলী, শিউলী বেগম, সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সিনি: শিক্ষক মুক্তার হোসেন,অফিস সহকারী হারেজ উদ্দিন,সহকারী শিক্ষকগণের মধ‍্য হতে ছিলেন সুরেশ চন্দ্র রায়, আব্দুল বাছেদ, মাহবুবুর রহমান, মাকেছ আলী, মমতাজ খাতুন, নাজমুন নাহার, মাহমুদুল হক, আজিজুল হক, রেশমা খাতুন, সুলতানা পারভীন, বিদ‍্যালয়ের প্রাক্তন ছাত্র নাজিরুল ইসলাম, মিজানুর রহমান, বিদ‍্যালয়ের কর্মচারী হাফিজুর রহমান ও রুহুল আমিন সহ বিদ‍্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। 
 
উল্লেখ্য; ২০২১ শিক্ষা বর্ষে এ বিদ‍্যালয় ৫২ জন শিক্ষার্থী  এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করবে। এর মধ্যে ১৫ জন বিজ্ঞান বিভাগের ও ৩৭ জন মানবিক বিভাগের পরীক্ষার্থী।
উপরে