প্রকাশিত : ৪ নভেম্বর, ২০২১ ১৫:৩৭

পঞ্চগড়ে বিনামূল্যে চক্ষু পরিক্ষা ও ছানি অপারেশনের জন্য আই ক্যাম্প অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি
পঞ্চগড়ে বিনামূল্যে চক্ষু পরিক্ষা ও ছানি অপারেশনের জন্য আই ক্যাম্প অনুষ্ঠিত
ভূপেন হাজারিকার সেই বিখ্যাত গান, “মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না”?  জগতবিখ্যাত এই  গানের কথাগুলোকেই বুকে লালন করে  প্রত্যন্ত অঞ্চলের হতদরিদ্র মানুষের পাশে এগিয়ে এসেছেন অলাভজনক  প্রতিষ্ঠান কমরেড মোহাম্মদ ফরহাদ কমিউনিটি হাসপাতাল ও গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতাল। 
 
আজ বৃহস্পতিবার পঞ্চগড়ের বোদা উপজেলার হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড এর প্রাঙ্গনে দিনব্যাপী চক্ষু ক্যাম্প এর আয়োজন করা হয়।  চক্ষু ক্যাম্পে  প্রায় তিন শতাধিক চক্ষু রোগীর বিনামূল্যে চক্ষু পরিক্ষা, প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান, বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় এবং ৭০ জন  ছানি পড়া রোগীদের কৃত্রিম লেন্স সংযোজন এর জন্য বাছাই করা হয়। 
 
কমরেড মোহাম্মদ ফরহাদ কমিউনিটি হাসপাতাল ও গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতাল এর যৌথ  উদ্যোগে  এই চক্ষু ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।  চক্ষু  বিশেষজ্ঞ  ডাঃ হুসনে সাদাত  ও ডাঃ সাবরিনা শারমিন এর নেতৃত্বে সাত সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম দিনব্যাপী  চক্ষু রোগীদের সেবাসমূহ প্রদান করেন।  
 
উপরে