আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানালো নবনির্বাচিত হোটেল শ্রমিক নেতৃবৃন্দ
আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যান হাসান আলী আলালকে ফুলেল শুভেচ্ছা জানালো নবনির্বাচিত বগুড়া জেলা হোটেল ও রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের নেতারা।
বৃহস্পতিবার দুপুরে শহরের দত্তবাড়ী কর্পোরেট অফিসে এ শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা বিনিময়কালে আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যান হাসান আলী আলাল বলেন, দেশের প্রতিটি শ্রমিকের সুস্থ থাকা আবশ্যক। একজন সুস্থ শ্রমিক একটি প্রতিষ্ঠানের জন্য যেমন গুরুত্বপূর্ন ঠিক তেমনি দেশের জন্যও। আর এ শ্রমিকদের আধিকার বাস্তবায়নে আকবরিয়া লিমিটেড সবসময় কাজ করে যাবে। আজকে যারা শুভেচ্ছা বিনিময়ে এসেছেন তাদের প্রতি আকবরিয়া লিমিটেডের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন, শ্রমিকদের সহযোগিতা করলে শ্রম দিয়ে শ্রমিকরাও এগিয়ে নিয়ে যাবে একটি প্রতিষ্ঠানকে। আমাদের শ্রমিকদের অধিকার সুরক্ষায় কাজ করে যেতে হবে। শ্রমিক অধিকার সুরক্ষার লক্ষে মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সংশ্লিষ্ট আইন, নীতিমালা, বিধিমালা প্রণয়নসহ সময়ে সময়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয় তা পালন করে চলতে হবে।
শ্রমিকদের অধিকার বাস্তাবায়নে বর্তমান সরকার যথেষ্ঠ কার্যক্রম হাতে নিয়েছে। সরকার যেমন সজাগ রয়েছে। তেমনি আমাদেরও শ্রমিকদের অধিকার বাস্তবায়নে এগিয়ে যেতে হবে। শ্রমিক অধিকার সুরক্ষার লক্ষ্যে সুসংহত ভূমিকা পালন করাসহ যুগপোযোগী পদক্ষেপ গ্রহণ করা হবে।
আজ যারা নবনির্বাচিত হয়েছেন তাদের প্রত্যেককে আকবরিয়ার পক্ষ থেকে সহযোগিতা করা হবে। মালিক শ্রমিক এক হয়ে সকলের জন্য আমরা একটি আধুনিক জেলা হিসেবে গড়ে তুলতে এগিয়ে যাব।
এসময় উপস্থিত ছিলেন আকবরিয়া লিমিটেডের এজিএম শামীম তালুকদার, সিনিয়র কর্মকর্তা আখেনুর ইসলাম রাসেল, বগুড়া জেলা হোটেল ও রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শাহ আলম খোকন, কার্যকরী সভাপতি আব্দুল লতিফ বাচ্চু, নবনির্বাচিত সহ-সভাপতি মাহবুবুর রহমান, হজরত আলী বাবুর্চি, ফটিক শেখ, সহ-সাধারণ সম্পাদক আল মামুন, শিপু মন্ডল, সাংগঠনিক সম্পাদক মিলন মিয়া, অর্থ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম জিয়া, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, প্রচার সম্পাদক রায়হান আলী, ক্রীড়া সম্পাদক শ্রী রঞ্জিত, সাংস্কৃতিক সম্পাদক হযরত আলীসহ সদস্যবৃন্দ।

প্রেস বিজ্ঞপ্তি