প্রকাশিত : ৫ নভেম্বর, ২০২১ ২১:৩৩

আদমদীঘিতে নিজ অর্থায়নে রাস্তায় ইটসোলিং

আদমদীঘি বগুড়া সংবাদদাতা
আদমদীঘিতে নিজ অর্থায়নে রাস্তায় ইটসোলিং
বগুড়ার আদমদীঘি দুই নাম্বার নসরতপুর ইউনিয়ন পরিষদের তিন নাম্বার ওর্য়াডের বর্তমান মেম্বার ও নসরতপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃমোকলেছুর রহমান চার শত ফিট রাস্তা নিজ অর্থায়নে ইট সোলিং করেন।
 
আদমদীঘির দুই নং ইউনিয়ন পরিষদের তিন নং ওর্য়াডের দেওধর গ্রামের রাস্তার বেহাল দশা দীর্ঘদিন কাঁচা মাটিতে ছিল বর্ষায় কাঁদা এবং খড়ায় ধূলার কারনে যাতয়াতে দূরভোগে পড়তেন ছাএ-ছাএী ,রোগী সহ গ্রামবাসিরা। সরকারের সহয়তায় ও এল জি ডি, ছয়শত ফিট রাস্তা করে দিলে ও পরে থাকেন চার শত ফিট রাস্তা । গ্রামের লোকজনের করুন অবস্তা দেখে নিজ অর্থায়নে রাস্তা টি ইট সোলিং করেন ইউপি: মেম্বার মোকলেছুর রহমান।
 
ধামাইল গ্রামের সুমি আক্তার বলেন আমার স্বামি দিন মজুর অভাবের সংসার মেম্বার নিজে এসে আমাকে মাত্যৃকালিন ভাতা করে দেন।দেওধরের মোসলেম উদ্দিন ,বিনাহালির সেকেন্দার আলী বলেন মানুষে বলে বয়ষ্ক ভাতা করতে টাকা লাগে মোকলেছ মেম্বার কার্ড করে দিয়েছে কোন টাকা লাগেনি দোয়া করি মেম্বারের জন্য ।
উপরে