বগুড়ায় নৃত্য বিষয়ক কর্মশালার সমাপনী
বগুড়ায় ২০৪১-বাংলাদেশ হবে নান্দনিক শীর্ষক অনুষ্ঠান ও তিন দিনব্যাপী নৃত্য বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি বগুড়ার আয়োজনে আলোচনা সভা, নৃত্য, সংগীতানুষ্ঠান ও সনদপত্র বিতরণ করা হয়।
জেলা শিল্পকলা একাডেমি বগুড়ার কালচারাল অফিসার মো. শাহাদৎ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াছমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কবিরাজ তরুণ কুমার চক্রবর্ত্তী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী।
তিন দিনব্যাপী নৃত্য বিষয়ক কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ টেলিভিশন এবং লেকচারার ও কো-অর্ডিনেটর নৃত্য বিভাগের নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক শেখ আবিদুর রহমান (কচি।
শেষে কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি