বৃদ্ধ স্বামীর ঘাড়ে চড়ে ভিক্ষা করেন স্ত্রী
রবিবার দুপুরে সেতাবগঞ্জের খালপাড়া থেকে ট্রেনযোগে পঞ্চগড়ে ভিক্ষা করতে এসেছেন আকতারী বেগম(৪৫)। সাথে কোন হুইল চেয়ার না থাকায় বৃদ্ধ স্বামী ইউনুস আলী(৭০) এর ঘাড়ে চড়ে ভিক্ষা করছেন পঞ্চগড় শহরে।
রবিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দেখা হয় আকতারী বেগমের। তার বাসা সেতাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের খালপাড়ায়। নুর মোহাম্মদ নামে একজনের বাসায় দুই বছর ধরে স্বামী সহ বিনা ভাড়ায় থাকেন।
তিনি বলেন, আমার হার্টের সমস্যা, শরীরে রক্ত নাই, এজমা সহ নানা অসুখের কারণে সারারাত ঘুমাতে পারিনা। সারাদিন ভিক্ষা করে দিনে দুই থেকে আড়াইশ টাকা হয়। সেটা দিয়ে ঔষুধ কিনি। এছাড়া আমার দুই মেয়ে বিয়ের উপযুক্ত। মেয়েগুলো নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার ঢেলাপীর আবাসন প্রকল্পের আমার ছোট বোনের বাসায় থাকেন। গত ০৮/১০/২০২১ইং তারিখে বড় মেয়ের বিয়ের দিন ধার্য্য করা হয়েছিল। কিন্তু টাকার অভাবে সেটা পিছিয়ে দিয়েছি। মেয়ের বিয়ে সুসম্পন্ন করতে বেশ কিছু টাকা পয়সার প্রয়োজন। এজন্য ভিক্ষা করছি।

পঞ্চগড় প্রতিনিধি