প্রকাশিত : ৭ নভেম্বর, ২০২১ ১৭:৩৫

পরিবহণ ধর্মঘটে স্থবির পঞ্চগড়ের জনজীবন

পঞ্চগড় প্রতিনিধি
পরিবহণ ধর্মঘটে স্থবির পঞ্চগড়ের জনজীবন

ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পরিবহণ ধর্মঘটে স্থবির হয়ে পড়েছে পঞ্চগড়। গণপরিবহণ বন্ধ থাকায় চরম দূর্ভোগে পড়েছে যাত্রী সাধারণ। ব্যাটারিচালিত অটোরিকসা চলাচল করলেও স্বাভাবিকের চেয়ে বেশি বাড়া আদায়ের অভিযোগ করেছে যাত্রীরা। রেল চলাচল স্বাভাবিক থাকায় চাপ বেড়েছে ট্রেনে।

জেলার বাইরে থেকে বিভিন্ন মালামাল নিয়ে আসা এবং পঞ্চগড়ে থেকে সবজি ও বালু-পাথর বোঝাই সহস্রাধিক ট্রাক আটকা পড়ে আছে তিনদিন ধরে। মহাসড়কের দু’ধারে ঠায় দাড়িয়ে আছে এসব মালবোঝাই ট্রাক। এতে করে ছোট যাববাহন চলাচলেও প্রায় সময় সৃষ্টি হচ্ছে যানজটের।

পঞ্চগড় জেলা শহরের করতোয়া সেতুর দক্ষিণ প্রান্ত থেকে শুরু করে ট্রাক টার্মিনাল হয়ে খানপুকুর পর্যন্ত এবং জেলা শহরের উত্তর দিক হয়ে ব্যরিস্টার বাজার পর্যন্ত তেঁতুলিয়া-ঢাকা মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকায় রয়েছে ট্রাক-বাসের দীর্ঘ সারি।

তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর চালু থাকলেও ধর্মঘটের কারণে সেখানেও স্থবিরতা বিরাজ করছে।

 

উপরে