প্রকাশিত : ৭ নভেম্বর, ২০২১ ১৭:৪৪

শেরপুরে সরকারি জমি রক্ষা ও আদিবাসীদের উচ্ছেদ ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
শেরপুরে সরকারি জমি রক্ষা ও আদিবাসীদের উচ্ছেদ ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

বগুড়ার শেরপুরে সরকারি জমি রক্ষা ও আদিবাসীদের উচ্ছেদের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

রবিবার (০৭ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির স্থানীয় মির্জাপুর শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। 

শহরের স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের পশ্চিমপাশে ঘন্টাব্যাপি চলা এই কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সভাপতি কমরেড সন্তোষ কুমার পাল, শেরপুর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হরিশংকর সাহা, সাধারণ সম্পাদক শ্রী-কান্ত মাহাতো, উপজেলা ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক নিমাই ঘোষ, সংগঠনের স্থানীয় নেতা মো. আব্দুস সালাম, মো. জনি, কমল সিং প্রমুখ। 

সভায় বক্তারা উপজেলার মির্জাপুর ইউনিয়নের মদনপুর মৌজায় সরকারি জমি রক্ষার দাবি জানিয়ে বলেন, প্রভাবশালী একটি মহল মূল্যবান দুই বিঘা জমি দখলে নিতে নানামুখি পাঁয়তারা চালাচ্ছে। এমনকি সেখানে বসবাসকারী আদিবাসীদের উচ্ছেদ করতে হুমকি-ধামকি দেওয়া অব্যাহত রেখেছেন। সেইসঙ্গে তাদের বসতবাড়ির চারপাশে প্রাচীর নির্মাণ শুরু করেছে। তাই দ্রুততম সময়ের মধ্যে ওই কু-চক্রী মহলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান তাঁরা। 

এছাড়া ওই মানববন্ধন কর্মসূচিতে সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্যও দাবি জানান বক্তারা।

উপরে