বগুড়া ওয়াইএমসিএ এর শোক সভা ও বিশ্ব প্রার্থনা সপ্তাহ পালন
প্রতিবারের ন্যায় এবারও এক সাথে গোটা দুনিয়া জুড়ে বিশ্ব ওয়াইএমসিএ/ ওয়াইডাব্লিউসিএ বিশ্ব প্রার্থনা সপ্তাহ ও সহচার্য দিবস পালন করছে।
রবিবার হতে শুক্রবার পর্যন্ত এ বিশ্ব প্রার্থনা সপ্তাহ যথাযথ মর্যদা ও ধর্মীয় আলোচনার মধ্যদিয়ে শেষ হবে। বগুড়া ওয়াইএমসিএ পলবেসরা অডিটোরিয়ামে বিশ্ব প্রার্থনা সপ্তাহের শুরুতে মূলসূর ‘ভগ্নতা থেকে সৌন্দর্য” এর আলোকে গতকাল সোমবার আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন বগুড়া ওয়াইএমসিএ এর সভাপতি এ্যাড. বার্নাড তমাল মন্ডল।
মূখ্য আলোচনায় তিনি বলেন, দেহ, মন আত্মার সমন্বয় ঘটিয়ে প্রভূ যীশুর নৈকট্য লাভ করা সম্ভব। মানব সভ্যতাকে রুপান্তরিত করতে দীর্ঘপথ পাড়ি দিতে হয়েছে। নারী-পুরুষের শারীরিক পার্থক্য প্রকৃতিগত হলেও সভ্যতার জন্য কাঙ্খিত নয়। জ্যোতির্ময় মানুষ বৈষম্যের যাঁতা কলে পিস্ট না হয়ে ভগ্নতা থেকে সুন্দর সমাজ গঠনে বিশেষ ভুমিকা রাখবে। আমরা এ পৃথিবীকে সবাই মিলে সুন্দর রাখবো। পৃথিবীকে সুন্দর রাখলে আমাদের মানসিকতাও সুন্দর হবে। মানসিকতা সুন্দর হলে অসাম্প্রদায়িক চেতনার মধ্য দিয়ে এ পৃথিবী সবসময়ই শান্ত থাকবে। শান্তিপ্রিয় হবে গোটা জগতের মানবকূল।
এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন বগুড়া ওয়াইএমসিএ’র উপদেষ্টা মি. দিলীপ মারান্ডি, সহসভাপতি মি. সৌরভ বিশ্বাস, ডা. রিটা মন্ডল, সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডি, কোষাধ্যক্ষ জেমস সুদীপ্ত দেওয়ারী। ধ্যান প্রার্থনা ও মূল বিষয়ের উপর আলোচনা করেন বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর পালক গিলবার্ট মৃধা।
এ সময় প্রয়াত সূর্য হেমব্রম, অমল প্রামানিক, প্রতাপ খন্দকার দুলাল, শিমশোন সরকারের স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়। শোক সভায় মৃত ব্যক্তিদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন ও তাদের সততা, নিষ্ঠতা, একাগ্রতাসহ কর্মজীবন নিয়ে বিশদ আলোচনা করা হয়। অনুষ্ঠান শেষে প্রার্থনা করেন পাস্টার ডেনিশ সরকার।

অনলাইন ডেস্ক