প্রকাশিত : ৯ নভেম্বর, ২০২১ ২২:০৭

শাজাহানপুরে প্রয়াত যুবনেতা মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
শাজাহানপুরে প্রয়াত যুবনেতা মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা
বগুড়া শাজাহানপুর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহব্বায়ক ও প্রয়াত যুবলীগ নেতা রামানন্দ দাসের ১৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে । 
 
মঙ্গলবার  বিকালে উপজেলা যুবলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
 
উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহমেদের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীরের সঞ্চালনায় স্বরণ সভা বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা ইমরান হোসেন,উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলী ইমাম ইনোকী, নজরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান লিটন,রাজু আহম্মেদ,উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক এসএম বাকি বিল্লাহ, শিক্ষা ও পাঠাগার সম্পাদক আবু সাঈদ,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইমাম হোসেন, রামানন্দ দাসের বড় ভাই নিত্যনন্দ দাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সদস্য সাজু আহমেদ, রুহুল আমিন,শাহআলম নান্নু,আপেল মাহমুদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি/ সাধারণ সম্পাদক যথাক্রমে শহীদুল ইসলাম,কবির আহম্মেদ,রেজাউল করিম খাঁন মহব্বত, মোস্তাফিজুর রহমান মোস্তা, হারুনুর রশিদ,শফিকুল ইসলাম শফিক, আরিফুল ইসলাম,মিন্টু মিয়া সাবেক ছাত্রনেতা আরিফুল ইসলাম কাজল,যুবনেতা  বাবু,আব্দুর রউফ,জনি,স্বরণ,রাকিব প্রমুখ। 
 
সভাপতি বক্তব্য উপজেলা যুবলীগের সভাপতি ভিপি এম সুলতান আহমদ বলেন,১৮ বছর আগে ঘাতকরা প্রয়াত যুবনেতা রামানন্দ দাসকে নির্মমভাবে হত্যা করে।রামানন্দ দাসের রক্তে মাধ্যমে আজ শাজাহানপুর উপজেলায় যুবলীগ প্রতিষ্ঠিত।
 
এ সময় তিনি উপস্থিত নেতা কর্মীদের আসন্ন ইউপি নির্বাচনে নৌকা পক্ষে কাজ করার আহ্বান জানান।
উপরে