প্রকাশিত : ৯ নভেম্বর, ২০২১ ২৩:৪৫

আদমদীঘিতে প্লাস্টিকের বস্তা ব্যবহারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
আদমদীঘিতে প্লাস্টিকের বস্তা ব্যবহারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বগুড়ার আদমদীঘির সান্তাহারে প্লাস্টিকের বস্তা ব্যবহারের অপরাধে দুই অটো রাইচ মিল প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত এক অভিযান পরিচালনা করে এসব প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রাবণী রায় এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন পাট অধিদপ্তরের বগুড়া জেলার মূখ্য পরির্দশক সোহেল রানা ও পাট উন্নয়ন সহকারি রফিকুল ইসলাম প্রমূখ। 

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রবণী রায় বলেন, প্লস্টিকের বস্তা ব্যবহারের অপরাধে সান্তাহার পৌর শহরের কলা বাগান এলাকায় একটি অটোমিলের ৩০ হাজার টাকা ও খাড়ির ব্রিজ এলাকার একটি অটো মিলের কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।  

 

উপরে