প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২১ ১৫:৪০

সৈয়দপুরে কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজাহারুল’র ইন্তেকাল

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
সৈয়দপুরে কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজাহারুল’র ইন্তেকাল

নীলফামারীর সৈয়দপুর উপজেলার ২ নম্বর কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কাশিরাম ব্রহ্মত্তর  আজাহারুল ইসলাম ভুতুল গত বুধবার রাত পৌণে আটটায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি  . .  . রাজিউন)।  তিনি বেশ কিছুদিন যাবৎ হৃদরোগ, ডায়াবেটিস্সহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি  তিন ভাই, পাঁচ বোন, স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্যক- আত্মীয়-স্বজন ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার  (১১ নভেম্বর) বাদ জোহর কাশিরাম ব্রহ্মত্তর  ঈদগাহ্ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তাঁর নামাজে জানায় সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

তাঁর মৃত্যুতে  নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো.আহসান আদেলুর রহমান আদেল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. শওকত চৌধুরী, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, স্থানীয় আওয়ামী লীগের সিনিয়র নেতা অধ্যক্ষ সাখাওয়াৎ হোসেন খোকন, ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ, কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. নুরন্নবী সরকার, খাতামধুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জুয়েল চৌধুরী, বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী, কামারপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম লোকমান, বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণোবেশ চন্দ্র বাগচী, কামারপুকুর কলেজের সাবেক অধ্যক্ষ  আলহাজ্ব মো. আব্দুল গফুর সরকার, অধ্যক্ষ আমিনুর রহমান সরকার, সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, সৈয়দপুর ডিগ্রী মহিলা কলেজের অধ্যক্ষ সাবিনা সালাম, সৈয়দপুর হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, সাপ্তাহিক আলাপন সম্পাদক আমিনুল হক, জনসমস্যা পত্রিকার সম্পাদক প্রভাষক শওকত হায়াৎ শাহ্ প্রমূখ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

প্রসঙ্গত, মরহুম আজাহারুল ইসলাম ভুতুলু ছিলেন  সৈয়দপুর মহিলা  ডিগ্রী মহাবিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিষয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক আমিরুল ইসলাম চাতু ও চড়াইখোলা স্কুল এন্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সহকারি অধ্যাপক মো. সাহিদুর রহমান খোকনের বড় ভাই এবং দৈনিক কালের কন্ঠ ও করতোয়া পত্রিকার সৈয়দপুর উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতু চাচা।  

উপরে