প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২১ ১৬:১৪

পঞ্চগড়ে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প

পঞ্চগড়ে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পে প্রায় চারশ গবাদিপশুকে ভ্যাকসিন ও পাঁচ শতাধিক মুরগির ওষুধ দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলা প্রাণি সম্পদ অফিসের আয়োজনে সদর ইউপি’র মাহানপড়া গুচ্ছগ্রামে মেডিকেল ক্যাম্পে এসকল ভ্যাকসিন ও ওষুধ দেয়া হয়।

ভ্যাকসিনেসন ক্যাম্পে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণি সম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা. মরিয়ম রহমান, উপ সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা আব্দুর রহিম, সদর ইউপি’র এলএসপি শফিকুল ইসলাম ও এআই আব্দুস সালাম। ফ্রি ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্পে ওই এলাকার ১৬০টি গরু ও ২২০টি ছাগলের ভ্যাকসিন ও পাঁচ শতাধিক মুরগির বিভিন্ন ওষুধ দেয়া হয়। 

 

উপরে