প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২১ ২০:৫২

গাবতলীতে সুজন এর প্রতিষ্ঠাবার্ষিকী পালন

গাবতলী (বগুড়া) প্রতিনিধি
গাবতলীতে সুজন এর প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সুজন-সুশাসনের জন্য নাগরিক এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বগুড়ার গাবতলী উপজেলা কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ ইছামতি হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সহ-সভাপতি সাজেদুর রহমান মোহন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রওনক জাহান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক শিলু, ফোকাস সোসাইটির উপ-পরিচালক আব্দুল করিম আকন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি সোহেল রানা। সুজন-সুশাসনের জন্য নাগরিক গাবতলী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু মুসা’র পরিচালনায় আরো বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা সদস্য আনোয়ারুল হক রাজু, যুগ্ম সম্পাদক মাসুম মিয়া, নির্বাহী সদস্য প্রভাষক কান্তি কুমার রায়, ইফতেখার আহম্মেদ রাঙ্গা, প্রভাষক আবু নছর মোহাম্মদ আলম, বিউটি আকতার, মিলি বেগম, আব্দুস সালাম, আব্দুর রাজ্জাক, আবু তৌহিদ হাসানসহ সুজন এর অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রওনক জাহানসহ অন্যান্য অতিথিবৃন্দ সুজন-সুশাসনের জন্য নাগরিক এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী’র কেক কাটেন। প্রতিষ্ঠাবার্ষিকীতে এ বারের প্রতিপাদ্য ছিল বৈচিত্রের মাঝে ঐক্যের চেতনা ধারণ করি, গণতান্ত্রিক-মানবিক বাংলাদেশ গড়ি।    

 

উপরে