শাজাহানপুরে ইউএনও-এর উপহার হিসেবে দোকান পেলেন অসহায় সামাদ
বগুড়ার শাজাহানপুরে অসহায় আব্দুস ছামাদকে স্বাবলম্বী করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ একটি টিনের দোকান ঘর উপহার হিসেবে দিয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলা মানিকদিপা রাঙ্গামাটি বাজারে উপহারে দোকান ঘর তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ।
স্থানীয়রা জানায়,বর্তমানে ষাটোর্ধ আব্দুস ছামাদ কেরানী প্রায় ২৩ বছর আগে মানিকদিপা ঐ এলাকায় তার একটি দোকান দিয়ে যাত্রাশুরু।প্রথম উদ্যোগ একটি দোকান থেকে ধীরে ধীরে বাজারে রুপান্তরিত হয়। অনেকেই তার নাম অনুসারে এই বাজারকে কেরানী/রাঙ্গামাটি বাজার বলে থাকে।
বাজারের প্রতি অবেক ও ভালোবাসায় ছোট একটি মুদি দোকানে সামান্য পণ্য কেনা বেচা করে সংসারের মৌলিক চাহিদা পূরণের ক্লান্তহীন চেষ্টা,কিন্তু প্রতিকূল পরিবেশ ও অর্থভাবে বেশকিছু দিন ধরে দোকান ঘর বন্ধ হয়ে যায়।
গত চার মাস ধরে দোকান না থাকলেও র্দীঘ বছরে বাজারের প্রতি ভালোবাসায় প্রতিদিন সকাল-সন্ধ্যায় পর্যন্ত বাজারের এক পাশে খোলা আকাশের নিচে ৩/৪ টা পণ্য নিয়ে নীরবে বসে থাকতো।পাশাপাশি এই বাজারে ওয়াক্ত মসজিদ পরিস্কার পরিচ্ছন্ন ও মুয়াজ্জিন করে সময় পার করতেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ পক্ষ থেকে হঠাৎ করে এমন সহায়তা পেয়ে পরিবারের লোকজন উচ্ছ্বসিত আবেগ ও স্থানীয় এলাকাবাসী সর্বস্তারের মানুষের ভালোবাসা ও শুভেচ্ছাবাণীতে ভাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদ।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি