প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২১ ১৫:২৭

সেন্টমার্টিনে ৭ লাখ ৮০ হাজার ইয়াবা জব্দ

অনলাইন ডেস্ক
সেন্টমার্টিনে ৭ লাখ ৮০ হাজার ইয়াবা জব্দ

কক্সবাজারের সেন্টমার্টিনের সমুদ্র এলাকায় সাত লাখ ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা।

শুক্রবার ছেড়াদ্বীপসংলগ্ন সমুদ্র এলাকা হতে ওই ইয়াবার চালানটি জব্দ করা হয়।

শনিবার দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি যুগান্তরকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন সমুদ্র এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছে এমন গোপন সংবাদ পাওয়া যায়। 

এর ভিত্তিতে শুক্রবার ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে একটি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা নৌকাটিকে থামার জন্য সংকেত দেয়। নৌকাটি কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দ্রুত দিক পরিবর্তন করে পালিয়ে যেতে শুরু করলে কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে।

এসময়  ইয়াবা পাচারকারীদল চারটি বাদামি রঙের প্লাস্টিকের বস্তা নৌকা থেকে সমুদ্রে ফেলে দিয়ে মায়ানমার সীমান্তের দিকে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা বস্তাগুলো থেকে সাত লাখ ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করে।

উপরে