গাবতলীর পীরগাছা হাইস্কুলে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত
বগুড়া গাবতলীর সোনারায় ইউনিয়নের পীরগাছা উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃ ব্যাচ চুড়ান্ত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য শেষে বিজয়ীদলের হাতে পুরস্কার তুলে দেন বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন।
পীরগাছা বন্ধু একাদশের আয়োজনে সোনারায় ইউপির প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন জালাল উদ্দিন আকন্দ, প্রধান উপদেষ্টা মাহমুদুল হাসান মিঠু খান, পৃষ্টপোষক ছিলেন মাঈনুল হক সাবলু ও মশিউর রশিদ রাজু।
আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, শিক্ষক মামুনুর রশিদ সাজু। বরেণ্য অতিথি ছিলেন সমাজসেবক আনোয়ার উর রেজা, আবু জাহিদ পায়েল, আজিজুল হাকিম বিজয়, রবিউল ইসলাম ভূষ্টা। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ, আব্দুল হান্নান, ইউপি সদস্য জুলফিকার আলী শ্যামল, সমাজসেবক জহুরুল ইসলাম, আব্দুর রহমান নাননু, পীরগাছা বন্ধু একাদশের শাহাদৎ হোসেন, পলাশ, রাকির, আহসান, মোত্তালেব, টিটু, রাশেদুল, ওমর, সূর্য্য প্রমূখ।
চুড়ান্ত খেলায় পীরগাছা উচ্চ বিদ্যালয় এসএসসি ব্যাচ-২০১৫ বনাম পীরগাছা উচ্চ বিদ্যালয় এসএসসি ব্যাচ-২০২০ অংশ নিয়ে ৩গোলে এসএসসি ব্যাচ-২০২০ বিজয়ী হন। শেষে প্রধান অতিথি বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।

গাবতলী (বগুড়া) প্রতিনিধি