প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২১ ২৩:৪৬

শাজাহানপুরে রাতের আঁধারে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতার অফিস ভাঙচুর

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
শাজাহানপুরে রাতের আঁধারে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতার অফিস ভাঙচুর
শাজাহানপুরে মাদলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আতিকুর রহমান আতিক এর নির্বাচনী অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। 
 
ঘোড়া প্রতীকে বিএনপি নেতা আতিকুর রহমান আতিক  ঐ ইউনিয়নে গত ইউপি নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ছিলেন।
 
শনিবার রাতে আঁধারে মাদলা বলদীপালান গ্রামের তার নির্বাচনী অফিস ভাংচুর করে রাখা হয়।
 
স্থানীয় গ্রামবাসী আলহাজ্ব রুবেল হোসেন জানান, রাত ১১ টা পর অফিস বন্ধ করে আতিকের কর্মীরা বাড়িতে যাই।সকালে এসে অফিস ভাংচুর ও কাপড় ছেড়ে পড়ে ছিল । 
 
এ বিষয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আতিকুর রহমান বলেন, ইউনিয়ন ব্যাপী আমার পক্ষে গণজোয়ার দেখেই আমার নির্বাচনী অফিস কে বা কাহারা ভাঙচুর চালিয়েছে। এই বিষয়টি উপজেলা নির্বাচন অফিস ও থানায় মৌখিকভাবে জানিয়েছি লিখিত অভিযোগ দেয়ার প্রক্রিয়া চলমান।
 
 সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার ও উপজেলা পল্লী উন্নয়ন  কর্মকর্তা ছানোয়ার  হোসেন জানান, স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান মৌখিকভাবে তাকে জানিয়েছেন। তাকে লিখিতভাবে অভিযোগ দিতে বলা হয়েছে।
 
রিটার্নিং অফিসার উপজেলা নির্বাচন কর্মকর্তা দুলাল হোসেন বলেন, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উপরে