বগুড়ায় ডাকাতি প্রস্তুতির সময় র্যাবের অভিযানে গ্রেফতার ৬
বগুড়ায় ডাকাতি প্রস্তুতির সময় দেশিয় অস্ত্রসহ ৬জনকে গ্রেফতার করেছে র্যাব-১২। রোববার রাত ৯টায় শহরের স্টেশন রোডের জান-ই সাবা হাউজিং কমপ্লেক্স এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা সবাই উত্তর চেলোপাড়ার এলাকার, মোঃ সাদ্দাম (২৪), মোঃ আজিদ (২০), মোঃ তছলিম (৪০), মোঃ বিল্পব মোঃ বিজয় (২২) ও মোছাঃ নুরি (২০)।
র্যাব-১২ বগুড়া তাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেফতারকৃতরা সংগঠিত চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে সংগঠিত হয়ে বগুড়ার বিভিন্ন প্রান্তে অপরাধ সংগঠিত করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তাদের কাছে ১ টি চাপাতি, ২ টি চাকু এবং ১ টি রশি পাওয়া যায়।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন জানান, গ্রেফতারৃতরা ডাকাতি সংগঠিত করার জন্য সেখানে একত্রিত হয়েছিল। তাদের গ্রেফতার করে প্রচলিত আইনে সদর থানায় মামলা করা হয়েছে৷

অনলাইন ডেস্ক