প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২১ ১৪:১৯

পঞ্চগড়ে কুষ্ঠ ও প্রতিবন্ধীতা বিষয়ক কর্মশালা

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে কুষ্ঠ ও প্রতিবন্ধীতা বিষয়ক কর্মশালা

পঞ্চগড়ে কুষ্ঠ ও প্রতিবন্ধীতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দি লেপ্রসী মিশনের হলরুমে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র কমিউনিটি প্রোগ্রাম এবং কুষ্ঠ ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা পঞ্চগড় সদর ওই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. আফরোজা বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন ও সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. তোফায়েল আহমেদ। বক্তব্য দেন টিএলএমআইবি’র কমিউনিটি প্রোগ্রামের জেলা প্রতিনিধি ওমর ফারুক, জেলা সংস্থার সভাপতি আবুল বাশার, কুষ্ঠ ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সদর উপজেলা সভাপতি আব্দুল গফুর প্রমূখ।

কর্মশালায় কুষ্ঠ ও প্রতিবন্ধীতা এবং তাদের অধিকার নিয়ে বিস্তাারিত আলোচনা করেন টিএলএমআইবি’র কমিউনিটি প্রেগামের প্রজেক্ট ম্যানেজার দেলওয়ার হোসেন। কর্মশালায় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন। 

 

উপরে