প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২১ ২০:২০

শিবগঞ্জে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহর উদ্বোধন

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
শিবগঞ্জে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহর উদ্বোধন

“ হোক সচেতনতার বিস্তার, চাই এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স থেকে নিস্তার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত  সচেতনতা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।

বগুড়ার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স কন্টেইমেন্ট, ভাইরাল হেপাটইটিস  ও ডায়ারিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি রোগ নিয়ন্ত্রণ বিভাগ সিডিসি স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ঢাকা’র আয়োজনে  বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। 

দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে শনিবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তারক নাথ কুন্ডুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. এ.এইচ.এম শামীম, ডা. শাহরিয়ার কামাল, স্বাস্থ্য পরিদর্শক আবুল কালাম। এসময় উক্ত স্বাস্থ্য কমপ্লেক্স এর সেবিকা ও কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। 

 

উপরে