প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২১ ২৩:৫৪

দুর্নীতি প্রমাণ হলে কাউকেই ছাড় দেয়া হবে না: দুদক মহাপরিচালক

ষ্টাফ রিপোর্টার
দুর্নীতি প্রমাণ হলে কাউকেই ছাড় দেয়া হবে না: দুদক মহাপরিচালক

বগুড়ায় সোমবার বিকেলে সার্কিট হাউজের সভাকক্ষে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভায় দুর্নীতি দমন কমিশন এর মহাপরিচালক (তদন্ত-১) মো: রেজানুর রহমান বলেন, করোনাকালীন প্রতিবন্ধকতা কাটিয়ে পুরো উদ্যোমে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দুদকের কার্যক্রম শুরু হয়েছে।

ইতিমধ্যেই দীর্ঘদিনের তদন্ত জটিলতায় আটকে থাকা ফাইল নিষ্পত্তিতে কাজ শুরু হয়েছে যা ডিসেম্বরের মধ্যেই শেষ করার লক্ষ্য রয়েছে দুদকের। আর তদন্তে দুর্নীতি প্রমাণ হলে কাউকেই ছাড় দেয়া হবে না মর্মে সময় থাকতেই দুর্নীতি বন্ধের আহ্বান জানান তিনি। 

জেলা দুপ্রকের সিনিয়র সহ-সভাপতি প্রফেসর মো: মোজাম্মেল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় দুদক মহাপরিচালক আরো বলেন, দুদকের প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনার জন্যে সারাদেশে জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কাজ করে যাচ্ছে যাদের মাঝে বগুড়ার মতো অনেক শক্তিশালী টিম রয়েছে। দুর্নীতির তদন্তে গোপনে দুপ্রক নেতৃবৃন্দদের মতামতকেও গুরুত্ব দেয়া হবে মর্মেও জানান এই কর্মকর্তা। 

দুদক বগুড়া কার্র্যালয়ের উপ-পরিচালক মো: মনিরুজ্জামান এর সার্বিক ব্যবস্থাপনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক এবং দুদকের রাজশাহী বিভাগীয় পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম।

এছাড়াও সভায় দুর্নীতি দমন ও প্রতিরোধের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন জেলা দুপ্রকের সহ-সভাপতি নাহিদুজ্জামান নিশাদ, সাধারণ সম্পাদক অমরেশ মুখার্জ্জী, দুপ্রকের কার্যনির্বাহী সদস্য যথাক্রমে এ্যাড. বিনয় কুমার দাষ, বাবুল আখতার রিপন, সোহানা রহমান, রহিমা খাতুন এবং সাংবাদিক সঞ্জু রায়। এসময় সভায় বগুড়া জেলা প্রশাসনের এনডিসি মো: তাসনিমুজ্জামানসহ দুদক ও দুপ্রকের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

উপরে