আদমদীঘিতে বিষপানে যুবকের আত্মহত্যা
বগুড়ার আদমদীঘিতে বিষাক্ত গ্যাসট্যাবলেট সেবনে রানা (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। রানা উপজেলার শিয়ালশন গ্রামের স্বপন আলীর ছেলে।
স্থানীয় সুএে জানায়, রানা পরিবারের অভাব মেটানোর জন্য ব্যাটারি চালিত অট্যোভ্যান চালাত। অভাবের কারনে পরিবারে ঝুটঝামেলা হয়।গত রবিবারে পারিবারিক কলহের জেরে অভিমান করে সন্ধায় ভ্যানচালক রানা নিজ বাড়ীতে বিষাক্ত গ্যাসট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উপজেলা হাসপাতালে নেয়। সেখানে অবস্থা অবনতি হলে তাকে বগুড়া শজিমেক হাসপালে নিলে সেখানে মারা যায়। এঘটনায় ইউডি মামলা দায়ের হয়েছে।

আদমদীঘি(বগুড়া) সংবাদদাতা