শাজাহানপুরে মাদলায় নৌকার ভোট চেয়ে গণসংযোগ
বগুড়ার শাজাহানপুরে মাদলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী আব্দুল বারী মন্ডলকে সঙ্গে নিয়ে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করা হয়েছে ।
মঙ্গলবার দুপুরে মাদলা লক্ষীকোলা এলাকায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল বারী মন্ডলকে বিজয়ী করতে নৌকা মার্কার ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি দিলীপ কুমার চৌধুরী।
এ সময় গণসংযোগে অংশ নেন উপজেলা ,সহ সভাপতি আব্দুল খালেক মাস্টার,আব্দুল কালাম,সাইদ,আওয়ামী লীগের নেতাকর্মী ও স্থানীয় গ্রামবাসী।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি