বগুড়ার শেরপুরে এন্টিবায়োটিক সচেতনতা উপলক্ষে আলোচনাসভা
বগুড়ার শেরপুরে বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙণে স্থাপিত মুক্তমঞ্চে এই সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রায়হান পিএএ। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. উত্তম কুমার দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম তালুকদার।
এছাড়া অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সিনিয়র এ্যাডভাইজার ডা. কামরুন্নাহার, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, শেরপুর দুগ্ধ উন্নয়ন খামারের দায়িত্বরত কর্মকর্তা আবু সালেহ আল রেজা, উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. রেহেনা খাতুন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সানজিদা হক।
সভায় বক্তারা বলেন, রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক সেবন করা ঠিক নয়। এটির মাত্রাতিরিক্ত ব্যবহার ক্ষতিকর। এ্যান্টিবায়োটিক ঠান্ডা বা ভাইরাসজনিত রোগে কোনো কাজ করে না। তাই এই এ্যান্টিবায়োটিক প্রয়োগ সম্পর্কে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি