প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২১ ২১:৫৩

সৈয়দপুরে পাঁচটি ইউপিতে চেয়ারম্যান পদে ৩০ জনের মনোনয়নপত্র দাখিল

সৈয়দপুর (নীলফামারী ) প্রতিনিধি
সৈয়দপুরে পাঁচটি ইউপিতে চেয়ারম্যান পদে ৩০ জনের মনোনয়নপত্র দাখিল

নীলফামারীর সৈয়দপুর উপজেলা পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে  ৩০ জন, সাধারণ  সদস্য পদে  ১৯৭ জন এবং সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য পদে ৬৩ জন প্রার্থী তাদের মনোয়নপত্র জমা দিয়েছেন।  দেশে চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ এর প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল বৃহস্পতিবার। 

উপজেলার ইউনিয়নওয়ারি চেয়ারম্যান পদে মনোনয়নপত্র  জমা করেছেন এক নম্বর কামারপুকুর ইউনিয়নে ৬ জন, দুই নম্বর বেলপুকুর ইউনিয়নে ৪ জন, তিন নম্বর বাঙ্গালীপুর ইউনিয়নে ৪ জন, চার নম্বর বোতলাগাড়ী ইউনিয়নে ১১ জন এবং পাঁচ নম্বর খাতামধুপুর ইউনিয়নে ৫ জন। 

কামারপুকুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন মো. জিকো আহমেদ (আওয়ামী লীগ), মো. আনোয়ার হোসেন  সরকার (স্বতন্ত্র, আওয়ামী লীগ বিদ্রোহী),  মো. নুর আলম (জাতীয় পাটি), মো. সাজেদুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ) মো. মোজাহারুল ইসলাম (স্বতন্ত্র) ও  মো. রেজাউল করিম লোকমান (স্বতন্ত্র, বিএনপি)।  এ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩৯ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে নারী সদস্য পদে ১৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা করেছেন।

কাশিরাম বেলপুকুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র  দাখিল করেছেন মো. গোলাম রকিব সোহন (আওয়ামী লীগ), মো. লানছু হাসান চৌধুরী (জাকের পার্টির), মো. বজলুর রহমান চৌধুরী বুলবুল (স্বতন্ত্র, আওয়ামী লীগ বিদ্রোহী), মো. মনিরুজ্জামান (স্বতন্ত্র) । এ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩৭ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে নারী সদস্য পদে ১২জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

বাঙ্গালীপুর ইউনিয়নে  চেয়ারম্যান পদে  মনোনয়নপত্র জমা দিয়েছেন ডা. মো. শাহাজাদা সরকার (আওয়ামী  লীগ),  মো. সাইদুল হক বাবলু (স্বতন্ত্র), মো. শামসুল হক (স্বতন্ত্র)  ও মো. জামিনুল ইসলাম( স্বতন্ত্র)।  এ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩৩ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে নারী সদস্য পদে ১৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বোতলাগাড়ী ইউনিয়নে  চেয়ারম্যান পদে মো. আব্দুল হাফিজ হাপ্পু (আওয়ামী লীগ), মো. মনিরুজ্জামান জুন (স্বতন্ত্র,আওয়ামী লীগ বিদ্রোহী), মো. আব্দুল হান্নান চৌধুরী আবু (স্বতন্ত্র),  মো. জাহানুর রহমান (স্বতন্ত্র), মো. জাহাঙ্গীর আলম ( ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. খয়রাত হোসেন বসুনিয়া (স্বতন্ত্র), মো. মোন্নাফ আলী (স্বতন্ত্র), মো. শফিকুল আলম বসুনিয়া (স্বতন্ত্র), মো. শরিফুল ইসলাম (স্বতন্ত্র), মো. রেজাউল করিম চৌধুরী  (স্বতন্ত্র)  ও মো. রওশান হাবিব (স্বতন্ত্র)। এ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৪৮জন এবং সংরক্ষিত ওয়ার্ডে নারী সদস্য পদে ১১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

খাতামধুপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোছা. হাসিনা বেগম (আওয়ামী লীগ), মো. জুয়েল চৌধুরী (স্বতন্ত্র), মো. আবুল কাশেম  আলী  (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. মাসুদ রানা বাবু পাইলট (স্বতন্ত্র, আওয়ামী বিদ্রোহী) ও মো. মাহাফুজ রেজা (স্বতন্ত্র) ।  এ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৪০ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে নারী সদস্য পদে ১১জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 

উপরে