নবাবগঞ্জে মসজিদের ছাদ ঢালায়ের উদ্বোধন করেন এমপি শিবলী সাদিক
দিনাজপুরের নবাবগঞ্জে জামে মসজিদের ছাদ ঢালায়ের শুভ উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক।
শুক্রবার বেলা ১১ টায় নবাবগঞ্জ উপজেলার শওগুন ( তিন ঘরেপাড়া) গ্রামের জামে মসজিদের ছাদ ঢালায়ের উদ্বোধন করেন তিনি।
উক্ত উদ্বোধনীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোসারব হোসেন, ইমাম মাওঃ আব্দুল রাজ্জাক, মসজিদের সভাপতি রুহুল আমিন প্রধান, সহ-সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান কোষাধ্যক্ষ ইউসুফ আলী সহ স্থানীয় মুসল্লিরা।
এসময় দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়।

হিলি দিনাজপুর প্রতিনিধিঃ