শেরপুরে বেগম জিয়ার সুস্থতা কামনায় মসজিদে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল
বগুড়ার শেরপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মসজিদে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল করা হয়েছে। কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৬নভেম্বর) জুম্মার নামাজের পর এই অনুষ্ঠান পালন করা হয়।
উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শহরের স্থানীয় বাসষ্ট্যান্ডস্থ কেন্দ্রীয় শাহী জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি'র আহবায়ক আলহাজ্ব শফিকুল আলম তোতা।
এতে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য আলহাজ্ব আব্দুল মান্নান, বগুড়া জেলা আহবায়ক কমিটির শহিদুল ইসলাম বাবলু, ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা পিয়ার হোসেন পিয়ার, বিএনপি নেতা রফিকুল ইসলাম মিন্টু, হাসানুল মারুফ শিমুল, ইসহাক আলী সরকার, জাহিদুর রহমান টুলু, উপজেলা যুবদলের নেতা মোস্তাফিজুর রহমান নিলু, আশরাফুদ্দৌলা মামুন, আবদুল মমিন, কৃষকদল নেতা আবু সাঈদ, নুরুল ইসলাম নূর, জেলা ছাত্রদল নেতা সজিব সরকারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়া উপজেলার দশ ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদকসহ ইউনিয়ন কমিটির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠানে বেগম জিয়ার আশুরোগ মুক্তি কামনা করে বিশেষ মিলাদ ও মোনাজাত পরিচালনা করা হয়।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি