গাবতলীতে বিএনপি নেতা মতি’র রুহের মাগফিরাত কামনায় দোয়া
বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সোনারায় ইউনিয়ন বিএনপির আহবায়ক মতিয়ার রহমান মতি’র রুহের মাগফিরাত কামনায় শুক্রবার ইউনিয়নের সাবেকপাড়ায় পারিবারিকভাবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে তাঁর (মতি’র) রুহের মাগফিরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থাতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সোনারায় ইউপি চেয়ারম্যান অধ্যাপক মফিদুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও জেলা কমিটির সভাপতি মুহাম্মাদ আবু মুসা, সোনারায় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জসীউর রহমান সোহেল, সমাজসেবক প্রভাষক রফিকুল ইসলাম, আব্দুর রাজ্জাক, মশিউর রহমান, ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোমিনুর রহমান দিপু, রাজা মন্ডল, সিরাজুল ইসলাম, আব্দুর রশিদ, বিএনপি নেতা আনোয়ার হোসেন আবুল, মোজাফ্ফর হোসেন গণি, শাহজাহান আলী, প্রভাষক কামাল হোসেন, মোঃ রাফি, এমদাদুল হক পান্না, আবু সায়েম, ইউনুছ আলী, মুঞ্জুরুল হক, ইউনিয়ন যুবদলের আহবায়ক খোরশেদ আলম, যুগ্ম আহবায়ক নাহারুল ইসলাম, ব্যবসায়ী জালাল আকন্দ প্রমূখ।

গাবতলী (বগুড়া) প্রতিনিধি