মেধাস্বত্ত্ব সংরক্ষণে আইন করা হচ্ছে: শিল্পমন্ত্রী
মেধাস্বত্ত্ব সংরক্ষণে আইন করা হচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি বলেন, ‘এটি নিয়ে ইতিমধ্যে সংসদে বিল উত্থাপিত হয়েছে। শিগগিরই আইন আকারে পাস করা হবে।’
শুক্রবার বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের এক অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারের দাবির প্রেক্ষিতে এই কথা জানান শিল্পমন্ত্রী।
দেশি প্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলোজি (বিডি) লিমিটেডকে ‘বাংলাদেশে সনি’র অফিসিয়াল ডিস্টিবিউটর হিসেবে ঘোষণা দিতে সনি করপোরেশন, টোকিও, জাপান এই অনুষ্ঠানের আয়োজন করে।
মোস্তফা জব্বার বলেন, “মেধাস্বত্ত্ব সংরক্ষণের অভাবে অনেক উদ্ভাবন নষ্ট হয়ে যাচ্ছে। আমরা আজকে সনিকে বাংলাদেশে বিনিয়োগ করতে বলছি। তবে তাদের মেধাস্বত্ত্ব যদি বাংলাদেশে নকল হয়ে যায় তাহলে তারা বাংলাদেশে বিনিয়োগ করবে না। আমি শিল্প মন্ত্রণালয়ের কাছে দাবি জানাচ্ছি মেধাস্বত্ত্ব সংরক্ষণে আইন করার জন্য।
শিল্পমন্ত্রী বলেন, “কারও উদ্ভাবিত কোন পণ্য যেন কেউ নকল করে বাজারজাত করতে না পারে সে বিষয়ে সরকারের সজাগ দৃষ্টি রয়েছে। আমর মেধাস্বত্ত্ব সংরক্ষণে ইতিমধ্যে সংসদে বিল উত্থাপন করেছি। শিগগিরই এই বিষয়ে আইন করা হবে।”
সনিকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, “বাংলাদেশে বিনিয়োগের সুন্দর পরিবেশ রয়েছে। আপনারা বাংলাদেশে আপনাদের কারখানা স্থাপন করেন। শিল্পমন্ত্রণালয় আপনাদের সব ধরনের সহযোগিতা করবে। স্যামসাং- নোকিয়ার মতো কয়েকটি বিদেশি প্রতিষ্ঠান আমাদের এখানে উৎপাদন করে দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশে রফতানি করছে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লাহ খন্দকার, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ শহীদ-উল মনির; স্মার্ট টেকনোলজিস (বিডি) লি.-এর ব্যবস্থাপনা পরিচালক, মোহাম্মদ জহিরুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে সনি ইন্টারন্যাশনাল লি.-এর বাংলাদেশ শাখার এবং স্মার্ট টেকনোলোজি (বিডি) লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনলাইন ডেস্ক